চলমান অস্থিরতার মধ্যেই কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে ভারত-ইরান

ইসলাম টাইমস ডেস্ক: কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উৎসবের আয়োজন করতে চলেছে ভারত-ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করে বিষয়টির রূপরেখা তৈরির কাজ শুরু করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থির হয়েছে, যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্কের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে।

নয়াদিল্লি-তেহরান কূটনৈতিক সম্পর্কে চলতি বছর সত্তরে পা দেবে। জারিফ-জয়শঙ্কর বৈঠকের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পরে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘কী কী কর্মসূচি নেওয়া হবে তা তালিকাভূক্ত করা হচ্ছে। শীঘ্রই বিষয়টি চূড়ান্ত হবে।’’ তিনি জানান, জারিফের সঙ্গে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও। রবীশের কথায়, ‘‘সম্প্রতি বিদেশমন্ত্রীর তেহরান সফরে যৌথ বাণিজ্য কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দু’দেশ বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবে।’’ বিবৃতিতে জানানো হয়েছে, উভয়েই আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছে। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি বজায় রাখার প্রয়াসকে সমর্থন করবে ভারত।

কূটনৈতিক শিবিরের একাংশের মতে, ইরান-আমেরিকা সংঘাতের আবহে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠতা নিবিড় করার সিদ্ধান্ত এবং তা প্রচার করা রীতিমতো ঝুঁকিপূর্ণ। কিছু দিন ধরে ইরানের সঙ্গে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে সরু তারের উপর দিয়ে হাঁটতে হচ্ছে নয়াদিল্লিকে। সূত্র: আনন্দবাজার
পূর্ববর্তি সংবাদনির্বাচনের তারিখ নির্ধারণ সম্পূর্ণই ইসির এখতিয়ার, এখানে সরকারের কিছু নেই: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদ‘হামলাকারী কাদিয়ানীদের দ্রুত বিচার না করলে বি.বাড়িয়া অভিমুখে লংমার্চ করা হবে’