নির্বাচনের তারিখ নির্ধারণ সম্পূর্ণই ইসির এখতিয়ার, এখানে সরকারের কিছু নেই: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের কিছু নেই। নির্বাচন আগানো বা পেছানো সম্পূর্ণ ইসির এখতিয়ার। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে আমাদের বা সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।’ তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে ইসি আলাপ-আলোচনা করে একটা সমাধান করতে পারে।’

 

পূর্ববর্তি সংবাদইভিএমের মাধ্যমে ভোট লুটের নতুন আরেকটি বায়োস্কোপ দেখাবেন সিইসি : রিজভী
পরবর্তি সংবাদচলমান অস্থিরতার মধ্যেই কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে ভারত-ইরান