সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার আহ্বান জানালেন গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মৃত্যুর পর আমাদের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এ পৃথিবীর কোনো সম্পদ আমাদের কাজে আসবে না। মৃত্যুর পর একমাত্র নেক সন্তানই আমাদের সম্পদ। ওই নেক সন্তান হাত তুলে দোয়া করলে সেটিই হবে মৃত্যু ব্যক্তির সম্পদ।

এসময় ছেলেমেয়েদের কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

মুসল্লিদের উদ্দেশে রেজাউল করিম বলেন, আমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তান যদি মাদকাসক্ত ও অনৈতিক চরিত্রের হয়, তবে আমাদের এ পৃথিবীতে বেঁচে থাকাকালেই দোজখের কষ্ট ভোগ করতে হবে। তাই সন্তানকে কোরআন সুন্নাহ মোতাবেক গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, সন্তান রাস্তায় বের হলে যেন অন্যের মেয়েকে ইভটিজিং না করে। জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়ে পড়ে। গণপূর্তমন্ত্রী বলেন, আমাদের পাপাচার ও মিথ্যা থেকে বিরত থাকতে হবে। কেননা মিথ্যা সব পাপাচারের উৎস।

তিনি বলেন, রাতে আমরা ঘুমাতে যাই, সকালে ঘুম থেকে উঠতে পারব এমন কোনো গ্যারান্টি নেই। এ পৃথিবীর অঢেল সম্পদ মৃত্যুর পর কোনো কাজে আসবে না। তাই অতিরিক্ত সম্পদের জন্য আমাদের ঘুষ, দুর্নীতি করে কোনো লাভ নেই।

পূর্ববর্তি সংবাদ১৬০ দিন পর কাশ্মিরের পাঁচ নেতার মুক্তি, এখনো বন্দী সাবেক তিন মুখ্যমন্ত্রী
পরবর্তি সংবাদইভিএমের মাধ্যমে ভোট লুটের নতুন আরেকটি বায়োস্কোপ দেখাবেন সিইসি : রিজভী