কেরালার পর এবার পাঞ্জাবের বিধানসভাতেও সাম্প্রদায়িক সিএএ বাতিলের প্রস্তাব পাস

ইসলাম টাইমস ডেস্ক: দ্বিতীয় রাজ্য হিসেবে পাঞ্জাবের বিধানসভাতেও পাস হল বিতর্কিত মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব। গতকাল শুক্রবার রাজ্যের বিধানসভায় পাস হয় সিএএ বাতিলের প্রস্তাব। এর আগে কেরালার বিধানসভাতেও সিএএ বাতিলের পক্ষে প্রস্তাব পাশ হয়।

প্রস্তাবে আরও বলা হয়, এনআরসি ও তার সম্ভাব্য প্রথম ধাপ এনপিআর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে দেশের একশ্রেণির নাগরিককে বঞ্চিত করার জন্য।

এর আগে কেরালা রাজ্যসরকার দেশের প্রথম রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিমকোর্টে এই আইনের বিষয়ে ৬০টি পিটিশন জমা পড়েছে।

পূর্ববর্তি সংবাদজরুরি বৈঠকে ইসি, ভোটের তারিখ নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
পরবর্তি সংবাদবেফাকুল মাদারিস নেত্রকোণা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত