ইয়েমেনে সেনা ক্যাম্পে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলা: অন্তত ৭০ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ইয়ামেনের মারিব প্রদেশের একটি সেনা ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ৭০ জন নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪৮ জন। আন্তর্জা তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এবং এএফপি এ খবর জানিয়েছে।  গতকাল শনিবার ঘটে এ মিসাই হামলা।

রোববার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বরাবরই সমর্থন দিয়ে আসছে ইরান৷ অন্যদিকে, আন্তর্জাতিক মহলে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট৷

সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি বলছে, শনিবার সন্ধ্যায় নামাজের সময় ইয়েমেনের রাজধানী সানা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে একটি সেনা ক্যাম্পের মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়৷

এ অঞ্চলটি কেন্দ্রীয় মারিব প্রদেশের অন্তর্ভুক্ত৷ পরে মারিব সিটি হাসপাতালে মৃতদেহগুলো জড়ো করা হয়৷ হাসপাতালের একটি সূত্র মৃতদেহ ও আহতের সংখ্যা নিশ্চিত করে৷

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত শুরু হয়৷ মারিবের এই হামলা এ যাবৎ সবচেয়ে ভয়াবহ হামলার একটি৷

পূর্ববর্তি সংবাদতথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট
পরবর্তি সংবাদসরকারকে আরও ঋণ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক