এবার হজ্বের বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা

ইসলাম টাইমস ডেস্ক: এবার হজ্বে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালে ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদঢাকাকে দুর্নীতিমুক্ত করতে ৫২ প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করব: ইশরাক
পরবর্তি সংবাদমুসলিম বিদ্বেষী আইন: যে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা পেল দিল্লি পুলিশ