যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে চারজনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের গ্র্যান্টসভিলে শহরের একটি বাসায় বন্দুকধারীর গুলিতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

পুলিশের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে মর্মান্তিক এ হামলার ঘটনা ঘটে। বন্দুক হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এক সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গ্র্যান্টসভিলে পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা রোন্ডা ফিল্ডস জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, একজনই হামলাটি চালিয়েছে। তাই বাসিন্দাদের এখন আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে হামলাটি চালানোর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন এবং হতাহতদের নাম-পরিচয় এখনি প্রকাশ করতে চাচ্ছেন না এই নারী কর্মকর্তা। কেননা আটককৃত ও হতাহতদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না এবার সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের পানিসীমায় ২৬ ভারতীয় জেলে আটক
পরবর্তি সংবাদকলকাতায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট