র‌্যাব ১১-এর হেফাজতে মিলল নিখোঁজ দুই আলেমের সন্ধান, রাতেই ফিরিয়ে আনার আশাবাদ

ইসলাম টাইমস ডেস্ক: খোঁজ পাওয়া গেছে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষকদ্বয়ের। তারা র‌্যাব ১১-এর হেফাজতে আছেন। রাতেই সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে মাদাসা কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

শায়খ যাকারিয়ার নাযেমে তালিমাত মুফতি তয়ৈব হুসাইন ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মাদরাসার পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদও এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সত্যতার ব্যাপারে জানিয়েছেন।

কী কারণে তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে জানতে চাইলে মুফতি তয়ৈব হুসাইন বলেন, এখনও বিস্তারিত জানা যায়নি। আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখন নারায়নগঞ্জ র‌্যাব -১১-এর কার্যালয়ে যাচ্ছি।

র‌্যাব ১১-এর হেফাজতে থাকা দুই শিক্ষক হলেন, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে কর্মরত মুফতি রিযওয়ানুল কবির সানীন ও মুফতি শরীফ মালিক।

গতকাল বিকালে ব্যক্তিগত কাজে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের বর্তমান অর্থনীতি চরম সংকটের মধ্যে আছে : মুহিত
পরবর্তি সংবাদ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি এখন ইভিএমকে ছুতো বানিয়েছে’