সরকারকে আরও ঋণ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

ইসলাম টাইমস ডেস্ক: সরকার ইতোমধ্যে ব্যাংক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলেছে। তবে সরকারকে আরও ঋণ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বেসরকারি খাতের ঋণ না বাড়িয়ে বরং সরকারের ঋণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও আগামী ৬ মাসে যেন সরকারের ঋণ ৩৭ দশমিক ৭ শতাংশ বাড়ে, সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মনিটারি পলিসি কমিটি (এমপিসি)-এর ৪৫তম সভায় সরকারকে আরও ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থবছরের জুন পর্যন্ত সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। গত জুলাইয়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। তবে, এই সময়ে বেসরকারি খাতে ঋণ বেড়েছে মাত্র ১০ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১৩ দশমিক ২০ শতাংশ।

এদিকে, সরকার যেন ব্যাংক থেকে আগের লক্ষ্যমাত্রার চেয়ে আরও ২২ শতাংশ বেশি ঋণ নিতে পারে, সেই ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।

 

পূর্ববর্তি সংবাদইয়েমেনে সেনা ক্যাম্পে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলা: অন্তত ৭০ জনের মৃত্যু
পরবর্তি সংবাদপাকিস্তান সীমান্তে ভারতীয় হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের