চীনে শক্তিশালী ভূমিকম্প

ইসলাম টাইমস ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে উইঘুর অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে রবিবার স্থানীয় সময় রাত ৯:২৭ মিনিটে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাচীন সিল্ক রোড শহর কাশগড়ের ১০০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এ ব্যাপারে খবরে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র অগভীর, অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় মানুষজনের বসতি খুব বেশি না থাকলেও যেসব বাড়িঘর আছে তার অনেককাংশই মেটে ইট দিয়ে নির্মিত। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এটি মূলত পাহাড়ি ও মরুভূমি অঞ্চল।

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গের ১ কোটি মুসলিমকে বাংলাদেশে পাঠানো হবে: বিজেপি নেতা
পরবর্তি সংবাদশাহ আমানতে পরিত্যাক্ত অবস্থায় ৫২ স্বর্ণের বার উদ্ধার