ফেব্রুয়ারিতে কমে আসবে পেঁয়াজের দাম: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১৯ জানুয়ারি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি  উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে। এছাড়াও রোজায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।”

টিপু মুনশি আরও বলেন, “প্রতি বছর আমাদেরকে ৮ লক্ষ টন পেয়াজ আমদানি করতে হয়। যার ৯০ ভাগই আসে ভারত থেকে। এই জন্য কৃষকদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে যাতে পেয়াজের আবাদ বাড়ে। আমাদের টার্গেট ৩ বছরের মধ্যে নিজস্ব উৎপাদনের মাধ্যমে পেঁয়াজের চাহিদা মেটানোর।”

পূর্ববর্তি সংবাদইয়েমেনের মসজিদে হুথিদের ড্রোন হামলা, নিহত ৮৩, আহত ১৪৮
পরবর্তি সংবাদজুমার খুতবায় ইসরাইলের বিরুদ্ধে বলায় আল আকসার খতিব বরখাস্ত