সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম দেখতে চাই না: সিইসি

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি দেখতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার রাজধানীর নির্বাচন ভবনে দুই সিটির ভোট নিয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় তিনি একথা বলেন।

নির্বাচনের দিকে সবার নজর থাকার বিষয়টি তুলে ধরে কে এম নূরুল হুদা বলেন, ‘কোনো ধরনের অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি দেখতে চায় না ইসি।’

নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভোটে সবাই মহা উৎসবের আমেজে রয়েছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোটের মাঠে যেকোনো অভিযোগ সঠিকভাবে মিটিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি।

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমাদের কাছে অভিযোগ এলে অনিয়মে কারা জড়িত, তা দেখে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

পূর্ববর্তি সংবাদইউজিসি’র নির্দেশনা অমান্য করে রাবি’তে বাণিজ্যিক কোর্স চালু
পরবর্তি সংবাদভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট