সিনহাসহ অভিযুক্ত ১১ জনের নামে বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিল আদালত

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সংক্রান্ত রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে আগামী ২০শে ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হওয়ার জন্য সিনহাসহ অভিযুক্ত ১১ জনের নামে  জাতীয় দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত।

ঢাকার সিনিয়র স্পেশাল জজকোর্টের বিচারক কেএম ইমরুল কায়েস আজ বুধবার এই নির্দেশ দেন।

২০১৬ সালে ফারমার্স ব্যাংক থেকে প্রায় ৪ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত।

পূর্ববর্তি সংবাদভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট
পরবর্তি সংবাদশিবির সন্দেহে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ