‘দুর্নীতি চিত্রের অপরিবর্তনের প্রধান কারণ বড় দুর্নীতিবাজদের ধরতে না পারা’

ইসলাম টাইমস ডেস্ক: বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের তিন ধাপ উন্নতি হলেও সামগ্রীকভাবে দেশে দুর্নীতির চিত্রের কোনো বদল হয়নি। বড় দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে না পারাকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

আজ বৃহস্পতিবার সংস্থাটি দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স বা সিপিআই)-২০১৯ প্রকাশ করে। তালিকার সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। যা সিপিআই ২০১৮ এর তুলনায় এক ধাপ এগিয়েছে। আর সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থায় ১৪৬। যা গতবছরের চেয়ে ৩ ধাপ উন্নতি।

পূর্ববর্তি সংবাদফেসবুকে মুহম্মদ সা:-কে নিয়ে আবারও কটূক্তি, ঝিনাইদহে হিন্দু শিক্ষক আটক
পরবর্তি সংবাদজেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তাকর্মীদের আচরণে ক্ষিপ্ত হয়ে উঠেন ফ্রান্স প্রেসিডেন্ট