মেক্সিকোতে প্রতি ১৫ মিনিটে একজন মানুষ হত্যা করা হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক :  মেক্সিকোতে হত্যার ঘটনা রেকর্ড ছুঁয়েছে। প্রতিদিন অন্তত ৯৫ জন বাসিন্দা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আর প্রতি ১৫ মিনিটে একজন মানুষকে হত্যা করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে ৩৪ হাজার ৫৮২জনকে হত্যা করা হয়েছে। ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ। হত্যার ঘটনার পেছনে মাদক চক্রের লড়াই এবং তাদের বিরুদ্ধে সরকারের কৌশলকেও দায়ী করা হয়।

বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসাবে মেক্সিকোর পরিচিতি পাওয়ার পেছনে দেশটির কুখ্যাত মাদক চক্রগুলোকে দায়ী করা হয়।

এ মাসের শুরুর দিকে, দশজন আদিবাসী সংগীতশিল্পীকে পশ্চিম মেক্সিকোকে অতর্কিতে গুলি করে হত্যা করা হয় এবং তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়। একটি অনুষ্ঠান থেকে তারা ফিরছিলেন।

গত নভেম্বরে মেক্সিকো-আমেরিকান মরমন পরিবারের নয়জন সদস্যকে মাদক চক্রের বন্দুকধারীরা গুলি করে হত্যা করে, যাদের মধ্যে রয়েছে তিনজন নারী ও ছয়টি শিশু।

সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তি সংবাদখুলনায় হারপিক খেয়ে এমপি পুত্রের আত্মহত্যা
পরবর্তি সংবাদসোলাইমানির পর এবার ইরানের আরেক শীর্ষ কমান্ডার খুন