আজও দুই বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় দুইজনের লাশ নিয়ে গেছে ভারত। একদিন পেরোলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গুলি করে তিনজনকে হত্যার প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, সন্দ্বীপ ও কামালের লাশ ময়না তদন্তের জন্য পুলিশকে দেওয়া হয়েছে। তারা অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে বিএসএফকে লাশ দিলে, তারপর তা বিজিবিকে হস্তান্তর করবে। তবে, কবে ফেরত দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিএসএফ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের গুলি করে।

এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) মারা যায়।

বিজিবি ১৬ হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছে। অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

পূর্ববর্তি সংবাদহবিগঞ্জে যাত্রিবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ নিহত ৩
পরবর্তি সংবাদকেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী