‘ডিজিটাল কারচুপির জন্য সবার মতামত উপেক্ষা করে ইভিএম ব্যবহার করা হচ্ছে’

ইসলাম টাইমস ডেস্ক: ‘ডিজিটাল কারচুপি করার জন্যই সকলের মতামত উপেক্ষা করে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে’। এ অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, ব্যালটে কারচুপি হলে তার নিদর্শন থাকে। কিন্তু ইভিএমে কারচুপি হলেও কোন নিদর্শন থাকবে না। এজন্যই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করছে।

আজ (শুক্রবার) বিকাল ৩টায় রাজধানীর মধ্যবাড্ডায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সমর্থনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, মাওলানা মাসউদ একজন হাফেজে কুরআন। তিনি হাদিস পড়ান। বর্তমানে পিএইচডি করছেন এবং নগর উন্নয়ন নিয়েই তিনি গবেষণা করছেন। এমন একজন উচ্চ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার জন্য মুফতি ফয়জুল করিম নগরবাসীর প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদআল্লামা আহমদ শফির সাথে দেখা করতে হাটহাজারী গেলেন চট্টগ্রামের ডিআইজি
পরবর্তি সংবাদনিষেধাজ্ঞা উপেক্ষা করে গাঁজার ময়দা দিয়ে রুটি তৈরি, কেনিয়ায় যুবক গ্রেপ্তার