বাগদাদের বিশাল বিক্ষোভে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত স্মরণকালের সেরা বিক্ষোভে দেশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে। আজ শুক্রবারের জুম্মার নামাজের পর মার্কিন দূতাবাসের কাছেই এই বিক্ষোভ হয়।

এর আগে প্রভাবশালী শিয়া নেতা মোক্তাদা আল-সদর এই বিক্ষোভে যোগ দেওয়ার জন্যে ইরাকি জনগণের প্রতি আহবান জানিয়েছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে ইরান-সমর্থিত মিলিশিয়ারাও রয়েছে।

ইরাকে সাম্প্রতিক কালে এতো বড় ধরনের বিক্ষোভ দেখা যায় নি।

গত ৩রা জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ইরানের একজন সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর ওই অঞ্চলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই হামলায় ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়। তারই জেরে আজকের মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

 

পূর্ববর্তি সংবাদসিএএ, এনআরসির নিন্দা, ‘অসহিষ্ণু ভারত’ নামে ব্রিটিশ পত্রিকা দ্য ইকনমিস্টের প্রতিবেদন
পরবর্তি সংবাদকামরাঙ্গিরচরে কাউন্সিলর প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা