এবার প্রাণঘাতী ভাইরাসে উদ্বিগ্ন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ইসলাম টাইমস ডেস্ক: চীনে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর নেতাদের সঙ্গে এ ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। খবর রয়টার্স’র।

বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ গুরুতর পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান শি জিনপিং।

করোনাভাইরাসে শনিবার রাত পর্যন্ত দেশটিতে ৪১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ১৪শ’ জনেরও বেশি। চীন ছাড়াও বেশ কয়েকটি দেশে এ ভাইরাস ধরা পড়েছে। উহান প্রদেশ থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস দেশটির রাজধানী বেইজিং ছাড়াও ২৯ দেশে ছড়িয়ে পড়েছে।

এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গবেষকরা সতর্ক করে বলছেন, এ ভাইরাস ধরতে চীনের বাস্তব সক্ষমতা নেই।

মহামারি ঠেকাতে পর্যটকদের পাশাপাশি রবিবার থেকে উহানে ব্যক্তিগত গাড়ি চালানো নিষিদ্ধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ শহরের লোকজনকে অন্য কোথাও যেতে কিংবা এখানে কাউকে আসতে দেওয়া হচ্ছে না।

আর ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চীনের অন্তত ১৪টি শহরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এসব শহরে অন্তত চার কোটি মানুষের বসবাস।

পূর্ববর্তি সংবাদপাঞ্জাব, কেরালার পর এবার রাজস্থান বিধানসভায় সিএএ বিরোধী বিল পাশ
পরবর্তি সংবাদবাঁশখালীতে র‌্যাবের  সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত