নির্বাচন কমিশনে আমার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়ে পড়েছে : মাহবুব তালুকদার

ইসলাম টাইমস ডেস্ক: সত্য বলার জন্য নির্বাচন কমিশন সভায় আমার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়ে পড়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

রবিবার দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি মাহবুব বলেন, নির্বাচন কমিশন সভায় আমার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অগৃহীত হয়। আমাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে আমার বক্তব্যের বিষয়বস্তুর মেরিটকে বিবেচনায় নেয়া সমীচীন বলে মনে করি।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার কিছু বক্তব্য রয়েছে। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন, তা হচ্ছে না। উক্ত নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত যে ৩টি কমিশন সভা অনুষ্ঠিত হয়, তার কোনাটিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়নি। এছাড়া কোনো কমিশন সভায় এসব বিষয় এজেন্ডাভুক্ত হয়নি। আগামী ২৮ জানুয়ারি তারিখে যে নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতেও ঢাকা সিটি কর্পোরেশন সম্পর্কে কোনো বিষয় এজেন্ডাভুক্ত নয়।

পূর্ববর্তি সংবাদনেশা দ্রব্য খাইয়ে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গাজীপুরে চার বন্ধু গ্রেফতার
পরবর্তি সংবাদভারতের এনআরসি ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী