আফতাবনগরে ফ্ল্যাট থেকে ১৩ রোহিঙ্গা তরুণী উদ্ধার, গ্রেফতার ২

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর আফতাবনগরের একটি ফ্ল্যাট থেকে ১৩ রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে র‌্যাব তাদেরকে উদ্ধার করে।

র‍্যাব বলছে দেশের বাইরে পাচার করার জন্য এই তরুণীদের রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছিল।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মো. কবির আহমেদ (৪০) এবং মো. এমরান (২৮)। র‍্যাব জানিয়েছে, দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, জন্ম নিবন্ধনের ফরম এবং পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। চক্রটি এর আগে কিছু তরুণীকে দেশের বাইরে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে সব তথ্য নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদবিদেশের মসজিদে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে সৌদি
পরবর্তি সংবাদসৌদি আরব সফরের অনুমতি পেল ইসরাইলী ইহুদীরা