চতুর্থ রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গে পাস হল সিএএ বিরোধী বিল

ইসলাম টাইমস ডেস্ক: কেরালা, পাঞ্জাব, রাজস্থানের পর চতুর্থ রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গে পাস হল ভারতের বিতর্কিত মুসলিম বিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিল। সিএএ, এনপিআর, এনআরসির মতো প্রক্রিয়া চালু না করার দাবিতে রাজ্যের বিধানসভায় প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সোমবার দুপুরের পর রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাম ও কংগ্রেস বিধায়করা এই প্রস্তাবে সংশোধনী আনার পক্ষে ভোটাভুটিতে না গেলেও বিরোধিতা করেছে বিজেপি। শেষে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেব না। মানুষ আতঙ্কে আছেন। সব ধরনের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রানি হচ্ছেন।

শুধু সংখ্যালঘুদের জন্য এ লড়াই নয় জানিয়ে মমতা আরও বলেন, ‘এই লড়াই শুধু সংখ্যালঘুদের না। আমার হিন্দু ভাই-বোনেদের কাছে আমি কৃতজ্ঞ, তারা সামনে থেকে এই লড়াইটা লড়ছেন।’

পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

পূর্ববর্তি সংবাদএমন কোনো আচরণবিধি নেই, যেগুলো সরকারপক্ষ ভঙ্গ করছে না: আমীর খসরু
পরবর্তি সংবাদজয়ের লোভে অজ্ঞাত ব্যক্তিকে ঘুষ দিয়ে ১২ লাখ টাকা খোয়ালেন দুই কাউন্সিলর প্রার্থী