নির্বাচনে কমিশন পোস্ট অফিসে পরিণত হয়েছে : সুজন সম্পাদক

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচনে কমিশনে কোনো অভিযোগ দাখিল হলেই কমিশন তৎপর হয় । নাহলে তারা বসে থাকে। নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন যেন পোস্ট অফিসে পরিণত হয়েছে। এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ সব অভিযোগ তোলেন তিনি।

সুজন সম্পাদক বলেন, সিটি কর্পোরেশন নির্বাচানকে ঘিরে আমাদের নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি তা আমলে নিচ্ছে না বলে তা বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচন করার দায়িত্ব ভোটারদের। তাই সব প্রতিকূলতা উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে তাদেরই।

পূর্ববর্তি সংবাদধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের ব্যাপারে সরকার সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘দেশের হাজারো আলেমের মতো মাওলানা আনোয়ার শাহ আমারও মুরুব্বি ছিলেন’