গাজীপুরে ভারতীয় গরু-মহিষের ৪৫ মণ মাংস জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে অবৈধ উপায়ে আমদানি করা ৪৫ মণ গরু ও মহিষের মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর লক্ষ্মীপুরা এলাকার ভাই ভাই মাংস বিতানে অভিযান চালায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকি।

তিনি জানান, ভারত থেকে প্যাকেটজাত ১৮শ’ কেজি গরু ও মহিষের মাংস আমদানির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি দোকানের মালিক নব কুমার দত্ত। এ জন্য নিরাপদ খাদ্য আইনে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কিন্তু জরিমানার টাকা প্রদান না করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে জব্দ করা মাংস উপজেলা প্রাণীসম্পদ অফিসের পাশে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই দিন সকালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মাছের খাবার তৈরি ও মেয়াদউত্তীর্ণ মাছের খাবার মজুদ রাখার অপরাধে পশু খাদ্য আইনে একই এলাকার লায়ন ফিডের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদুর্নীতির অভিযোগে নোয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা