কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকদের কাজ নয়: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকদের কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইডেন ইংলিশ স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন চলাকালীন বিদেশি কূটনীতিকরা যেভাবে বিভিন্ন প্রার্থীর বাড়ি গেছেন সেটি কোনোভাবেই সমীচীন হয়নি। কোনো প্রার্থীর বাড়ি গিয়ে তাকে সহানুভূতি জানানো তাদের যেমন কাজ নয়, তেমনি এটি কূটনীতিরও কাজ নয়। এ ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে।

হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের পর্যবেক্ষণ কার্ড দিয়েছে এবং সেখানে আবার ২৮ জন বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী। এটি কীভাবে দিয়েছে, কেন দিয়েছে, সে নিয়ে যদিওবা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে কমিশনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’

পূর্ববর্তি সংবাদআজও ৫ বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তি সংবাদআলেমদেরকে প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী