আবরার হত্যা : ছেলের ‘দুশ্চিন্তায়’ স্ট্রোক করে মারা গেলেন আসামি ইফতির বাবা!

ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পাঁচ নম্বর আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে মারা গেছেন।

ছেলের ‘দুশ্চিন্তায়’ অসুস্থ হয়ে গতকাল শনিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে ইফতির পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি ঢাকার আদালতে ছেলে ইফতির শুনানির দিন ছিল। ওই দিন ছেলের শুনানিতে মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করতে থাকেন তিনি।

শনিবার রাতে হঠাৎ করে নিজ বাড়িতে স্ট্রোক করেন মোশাররফ হোসেন। সেখান থেকে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।

পূর্ববর্তি সংবাদকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, গতবার থেকে এবার কমল ৮৭ হাজার শিক্ষার্থী
পরবর্তি সংবাদচলন্ত ট্রেনের কেবিনে অনৈতিক কাজ, ছাত্রীসহ কলেজ অধ্যক্ষ আটক