প্রধানমন্ত্রীর উদ্বোধনীতে শুরু হল বাংলা একাডেমির মাসব্যাপী বইমেলা

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রীর উদ্বোধনীতে শুরু হল ২০২০ সালের মাসব্যাপী একুশে বইমেলা। রোববার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অমর একুশে গ্রন্থমেলার মধ্য দিয়ে আমাদের শিল্প সংস্কৃতি কেবল বাংলাদেশের মধ্যেই নয়, বিশ্ব দরবারে পৌঁছে যাবে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির মোড়ক উম্মেচন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অমর একুশে গ্রন্থমেলা।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ গ্রন্থমেলা খোলা থাকবে।

পূর্ববর্তি সংবাদ‘নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে, তবে অনিয়মের শেষ ছিল না’
পরবর্তি সংবাদমিয়ানমার স্টাইলে ভারতেও গণহত্যার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার: ইমরান খান