সিটি নির্বাচনে হাতপাখার চেয়েও পিছিয়ে প্রধান বিরোধী দল লাঙল

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিলেও শেষ পর্যন্ত মুখ রক্ষা হয়নি প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। দলটির মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রাপ্ত ভোট ছিল মাত্র পাঁচ হাজার ৫৯৩টি। এদিকে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রহমান  পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট।

এই অবস্থায় নির্বাচন সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, ভোটের রাজনীতিতে কি হাতপাখার থেকেও পিছিয়ে পড়েছে লাঙল?

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা দক্ষিণের মোট ১,১৫০টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এছাড়া বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওর‌ফে আয়াতুল্লাহ ডাব প্রতীকে দুই হাজার ৪২১ এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারা‌নে সুলতান বাহার আম প্রতীকে তিন হাজার ১৫৫টি ভোট পেয়ে‌ছেন।

এদিকে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রদানের হার ছিল খুবই কম। শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে কমিশন জানায় দক্ষিণে ২৯.০০২ এবং উত্তরে ২৫.৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ছিলেন ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। ৭৫টি সাধারণ ওয়ার্ডের পাশাপাশি সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে ২৫টি।

অন্যদিকে ঢাকা উত্তরে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। এছাড়াও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট, কাস্তে প্রতীকে কমিউনিস্ট প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট, আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট এবং বাঘ প্রতীকে শাহীন খান পেয়েছেন ২ হাজার ১১১ ভোট।

উত্তর সিটি করপোরেশনে ভোট প্রদানের হার দক্ষিণের থেকেও কম। মাত্র ২৫.৩০ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানিয়েছে কমিশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। ওয়ার্ড সংখ্যা ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮।

পূর্ববর্তি সংবাদবিএনপির হরতাল : গাড়ি চলছে আগের মতই
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় শিশুকে নিপীড়নের পর শ্বাসরোধে হত্যা