বগুড়ায় ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজালা (২৪) ও মুরাদপুর গ্রামের খাইরুলের ছেলে এবং মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা এলাকায় চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হানজেলা ও রনি মোটরসাইকেলে করে মোকামতলা বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটিকে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানজেলা ও রনির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা
পরবর্তি সংবাদগৃহে নারীর অবস্থান: পরাধীনতা নয়, মৌলিক অধিকার