করোনাভাইরাস : চীন থেকে বাংলাদেশিদের নিজ খরচেই ফিরতে হবে

ইসলাম টাইমস ডেস্ক : চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার আর বিশেষ ফ্লাইট পাঠাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন সেখান থেকে ফিরতে হলে যাত্রীকেই খরচ বহন করতে হবে।

গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি জানান, উহান থেকে বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনতে সরকারের প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে।

“এখন থেকে চীন থেকে যেসব বাংলাদেশি ফিরবেন, তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় আসতে হবে। সরকার সব ধরনের সহায়তা দেবে। কোন বিমান পাঠানো হবে না,” উল্লেখ করেন মন্ত্রী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ শহর উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে শুক্রবার রাতে একটি বিশেষ ফ্লাইট পাঠায় বাংলাদেশ সরকার। পরদিন ৩১২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এদের মধ্যে আট জনের জ্বর থাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষ ওয়ার্ডে নেওয়া হয়। অন্যদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন অবস্থায় আশকোনায় হাজি ক্যাম্পে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদগর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি
পরবর্তি সংবাদবইমেলায় ইসকনের স্টল: সামাজিক মাধ্যমে ক্ষোভ-প্রতিবাদ