জামিয়া ইমদাদিয়ার নতুন মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদ, শহিদী মসজিদের খতিব মাওলানা শুয়াইব

ইসলাম টাইমস ডেস্ক: শাহ সাহেবের ওফাতের পর জামিয়া ইমদাদিয়ার পরিচালনা এবং শহিদী মসজিদের খতিবের দায়িত্ব অস্থায়ীভাবে পালন করা হচ্ছিল। তবে আজ জামিয়া ইমদাদিয়ার মজলিসে শূরার এক বৈঠকে জামিয়ার মুহতামিম এবং শহিদী মসজিদের খতিব নির্ধারণ করা হয়।

জামিয়ার মুহাদ্দিস মাওলানা শুয়াইব বিন আবদুর রউফকে দেওয়া হয় ঐতিহাসিক শহিদী মসজিদের খতিবের দায়িত্ব। এর আগে ১৯৭৭ সাল থেকে ৪৩ বছর শহিদী মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন আল্লামা আনোয়ার শাহ। আল্লামা আনোয়ার শাহ’র ছেলে মাওলানা আনযার শাহ তানিমকে দেওয়া হয় পেশ ইমামের দায়িত্ব।

এদিকে জামিয়ার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শাহ সাহেবের ছোটভাই মাওলানা শাব্বীর আহমদ রশিদকে। তিনি এতদিন নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন। শাহ সাহেবের ইন্তিকালের পর তাকেই তাৎক্ষণিক সিদ্ধান্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

পূর্ববর্তি সংবাদঅপদার্থ নির্বাচন কমিশনকে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত : হারুনুর রশীদ
পরবর্তি সংবাদ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৬ ফেব্রুয়ারি