ইসির আভ্যন্তরীণ বিষয় বাইরে প্রকাশ করা যুক্তিযুক্ত নয় : হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: ইসির আভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করাটা কোনো মতেই যুক্তিযুক্ত হতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে যারা কজে করেন, তারা প্রত্যেকেই সমাজের দায়িত্ববান ব্যক্তি। তাদের প্রতি জাতি আশা করেন ভরসা করেন। এদের অভ্যন্তরে কোনো সমস্যা যদি হয়, তারা নিজেরা বসে সমাধান করবেন।

আজ বুধবার বেলা ১১টায় নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষ রোপণ ও নির্মাণ কাজ পরিদর্শনকালে ইলেকশন কমিশন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হানিফ আরও বলেন, যিনি বা যারা ইসির আভ্যন্তরীণ বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন এটা তার অযোগ্যতা-অদক্ষতাই প্রমাণ করে বলে মনে করেন দেশবাসী। সে ক্ষেত্রে যদি কেউ মনে করেন তিনি কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তার সেই যোগ্যতা নেই। সেই পথও তার জন্য খোলা আছে। ইচ্ছা করলে তিনি অবসরে যেতে পারেন।

 

পূর্ববর্তি সংবাদশাহিনবাগে শত বছর আগের জালিয়ানওয়ালাবাগের পুনাবৃত্তির আশঙ্কা করছেন ওয়াইসি
পরবর্তি সংবাদবই মেলায় ইসকনকে স্টল বরাদ্দ দেওয়া বাংলা একাডেমির উস্কানিমূলক পদক্ষেপ: আল্লামা বাবুনগরী