তুরস্কে একই স্থানে দুইবার তুষারধসে ২১ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: একই স্থানে দুইবার তুষারধসে তুরস্কের পূর্বাঞ্চলে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথমবার তুষারধস হওয়ার পর সেখানে উদ্ধারকাজে নেমেছিলেন সামরিকবাহিনীর সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বেসামরিক কয়েকজন নাগরিক। তখন আরও একবার তুষারধস হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনা সম্পর্কে ওই অঞ্চলের গভর্নর মেহমেত এমিন বিলমেজ জানান, একই স্থানে দুইবার তুষারধস হওয়ায় হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে। তুষারের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩০ জনকে।

পূর্ববর্তি সংবাদবই মেলায় ইসকনকে স্টল বরাদ্দ দেওয়া বাংলা একাডেমির উস্কানিমূলক পদক্ষেপ: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদসীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে : খেলাফত মজলিস