শাহিনবাগে শত বছর আগের জালিয়ানওয়ালাবাগের পুনাবৃত্তির আশঙ্কা করছেন ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া ও মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে আন্দোলনকারীদের জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জামিয়া মিল্লিয়া এবং শাহিনবাগের আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় নতুন আশঙ্কা প্রকাশ করলেন হায়দারাবাদের এ নেতা।

আজ বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া একট সাক্ষাৎকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওয়াইসি বলেন, ‘এমনটা হতে পারে যে তাদের গুলি করা হল। ওরা শাহিনবাগকে জালিয়ানওয়ালা বাগে পরিণত করে ফেলতে পারে। এটা হতে পারে। কারণ, বিজেপির মন্ত্রীই গুলি করার কথা বলছেন।’

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ‘গোলি মারো’ স্লোগান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টির দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন ছুড়ে ওয়াইসি বলেন, ‘উত্তর দিতে হবে, কারা চরমপন্থা অনুসরণ করছে।

পূর্ববর্তি সংবাদকিতাবের দান কিতাবের প্রাপ্য : কিছু কথা কিছু নিবেদন
পরবর্তি সংবাদইসির আভ্যন্তরীণ বিষয় বাইরে প্রকাশ করা যুক্তিযুক্ত নয় : হানিফ