‘গডফাদারদের আইনের আওতায় আনতে জেলায় জেলায় গোয়েন্দা নিয়োগ দেওয়া হচ্ছে’

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মাদক ব্যবসা, সন্ত্রাস, খাসজমি দখল, ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত থেকে গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন, তাদের অবৈধ সম্পদের খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনতে জেলায় জেলায় গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের সভায় দুদকের ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) ২২ জন গোয়েন্দা কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গোয়েন্দা কর্মকর্তারা তার কার্যালয়ের আওতাধীন প্রতিটি জেলায় কাজ করবেন।

পূর্ববর্তি সংবাদযোগী বললেন, দেশ স্বাধীনের পর মুসলিমরা ভারতের কোনো কাজে আসেনি
পরবর্তি সংবাদখালেদা জিয়ার কারাবন্দি দিবসে পল্টনে সমাবেশের অনুমতি মিলেনি বিএনপির