চীন সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ, করোনায় নিহত ২৪ হাজার!

ইসলাম টাইমস ডেস্ক: চীন সরকারের বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসে নিহতের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সরকারি  তথ্যমতে করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ৫৬০ জনের মৃত্যু হয়েছে।  এবং এতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।

কিন্তু চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া এক তথ্যে বলা হয়েছে, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন।

গত শনিবার টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে বলা হয়, করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এসময় সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ৩০০। আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে দশগুণ বেশি।

তবে কিছুক্ষণ পরই টেনসেন্ট তাদের তথ্য সংশোধন করে নেয়। সংশোধনের পর সেখানে সরকারি হিসাব ঝুলিয়ে দেওয়া হয়।

উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনাভাইরাস বিষয়ে চীনা সরকারের পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এরমধ্যে টেনসেন্টের এই পরিসংখ্যান চীনা কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় ফেলবে এটাই স্বাভাবিক।

পূর্ববর্তি সংবাদদেশের বেসরকারি খাতে কাজ করে পাঁচ লাখ ভারতীয়, অধিকাংশেরই ওয়ার্ক পারমিট নেই
পরবর্তি সংবাদচলতি বছর মার্চ পর্যন্ত মাওলানা আজহারীর সব প্রোগ্রাম স্থগিত