ভাল নেই দেশের অর্থনীতি : অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বর্তমানে দেশের অর্থনীতি ভাল নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি আশা করছেন তবে বছর শেষে দেশে আমদানি-রপ্তানির অবস্থা ভালো হয়ে যাবে। অর্থনীতিতে স্বস্তি নেমে আসবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তবে শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের কোনও দেশেই আমদানি-রপ্তানি সঠিকভাবে হচ্ছে না। বাংলাদেশের কিছু সেক্টরেও এর প্রভাব পড়েছে।

এ সময় ব্যাংকিং সেক্টরের বিষয়টিও তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো যদি ভালো চলতো, তবে ব্যাংকগুলোকে মার্জ করতে হতো না। ব্যাংক খাতে অনেক ‘মিস মেস’ হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মিস মেসের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে।

ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কারণে সংসদে আমাকে গালি শুনতে হচ্ছে। আপনারা বলেন, এটা কি আমার জন্য হয়েছে।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার কারাবন্দি দিবসে পল্টনে সমাবেশের অনুমতি মিলেনি বিএনপির
পরবর্তি সংবাদবিএনপির সহিংসতার আশঙ্কায় মানুষ ভোটকেন্দ্রে যায়নি : তথ্যমন্ত্রী