শহিদ বাবরি মসজিদ: মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন, মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ

ইসলাম টাইমস ডেস্ক: অযোধ্যায় শহিদ করা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ তদারকির জন্য ১৫ সদস্যবিশিষ্ট ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশ মন্ত্রীপরিষদ মসজিদ নির্মাণের জন্য উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে বাবরি মসজিদ থেকে ২৫ কিলোমিটার দূরে ৫ একর জমি বরাদ্দ দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ড শর্মা বলেছেন, ২০১৯ সালের ৯ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের উপদেশ অনুযায়ী ফয়েজাবাদ জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ একর জমি। ওই জমিটি অযোধ্যার সোহাওয়াল তহসিলভুক্ত এবং ধন্নিপুর গ্রামে অবস্থতি।

লখনৌ-গোরকপুর মহাসড়ক থেকে মোটামুটি ২০০ মিটার দূরে এর অবস্থান। ফলে সেখানে মসজিদ নির্মাণ করলে যাওয়া আসা সহজ হবে। এই প্রস্তাবটিতে মন্ত্রীপরিষদ অনাপত্তি দিয়েছে।

পূর্ববর্তি সংবাদনওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত হুইপ স্বপন
পরবর্তি সংবাদকরোনায় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, চীনের আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায়