পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ দিনাজপুরে ‘ডাকাত সর্দার’ নিহত

পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে কহিদুল ইসলাম নামের এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুরুতর আহত হয়েছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গায় শুক্রবার রাত ২ টায় ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আখিউল ইসলাম ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দের নেতৃত্ব পুলিশ অভিযান চালায়। ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতদল পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে।

এ সময় তাদের গুলিতে পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়। পুলিশ পাল্টা ডাকাতদের ওপর গুলিবর্ষণ করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ডাকাতরা পালিয়ে যায়।

নিহত ডাকাত সর্দার কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলি সেনাদের গুলিতে শহিদ হল আরও দুই ফিলিস্তিনি তরুণ
পরবর্তি সংবাদএত উন্নতির পরও নির্বাচনে ভোটার উপস্থিতি স্বল্পতা আমাদের চিন্তিত করেছে : নাসিম