ভারতের লোকসভায় তুলকালাম, কংগ্রেস-বিজেপি হাতাহাতি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যকে কেন্দ্র করে লোকসভায় কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে হাতাহাতি আর ধস্তাধ্বস্তির ঘটনা ঘটে গেছে। সরকার ও বিরোধী দলের এমপিদের এই মারামারির  ঘটনায়  মুলতবি করা হয়েছে সংসদ।

আজ শুক্রবার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। একে-অন্যের বিরুদ্ধে আক্রমণ, বাগ-বিতণ্ডায়, হাতাহাতি মিলিয়ে শুক্রবার নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল লোকসভার অধিবেশন কক্ষ।

জানা যায়, সম্প্রতি দিল্লির বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মোদীকে ‘ডান্ডাপেটা করবে বেকার যুবসমাজ ’। তিনি সেদিন হিন্দিতে বলেছিলেন, ‘ছ মাস পর দেশের যুবসমাজ নরেন্দ্র মোদীকে ডান্ডা মেরে মেরে দেশছাড়া করবেন।’ সেই মন্তব্যের জন্য লোকসভায় নিন্দা প্রস্তাব পাস করার দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

তার পরেই কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে স্পিকারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।বিজেপির সাংসদরাও পাল্টা হট্টগোল শুরু করেন। দফায় দফায় এই পরিস্থিতির জেরে বাধ্য হয়ে দিনের মতো অধিবেশন মুলতবি করেন স্পিকার।

শুক্রবার অধিবেশনে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন রাহুল। জবাব দিতে ওঠেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কিন্তু তিনি ওয়েনাডের সাংসদের প্রশ্নের উত্তর না দিয়ে রাহুলের ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। সূত্র: আনন্দবাজার।

পূর্ববর্তি সংবাদওবাইদুল কাদেরের দিন শুরু হয় বিএনপির সমালোচনা দিয়ে : টুকু
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস উদগীরণ, স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক