করোনাভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ৭২২, বাড়ছে আক্রান্তদের সংখ্যাও

ইসলাম টাইমস ডেস্ক: গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিন আক্রান্ত ও নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৯৯ জন। এছাড়া আরও ৪ হাজার ২১৪ জন করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে চীনে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের লাশ সমাধিস্থ না করে পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়েছে উহান প্রদেশের আকাশ। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধেই নাকি এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ!

গত ১ ফেব্রুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) জারি করা আদেশের ভিত্তিতে করোনাভাইরাসে মৃতদের লাশ সৎকারে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে আদেশ জারির পর থেকে চীনের শবদাহের চুল্লিগুলোতে কাজের চাপে কর্মীদের রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই চুল্লিগুলোতে দাহের জন্য আসা লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কর্মীদের দিনে প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতে হচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ ৩০ হাজার টাকা ফেরত দিলেন রিকশাচালক
পরবর্তি সংবাদদেশে ফিরলেন প্রধানমন্ত্রী