ভারত সীমান্তে হত্যা অনেক বেড়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি ভারত সীমান্তে হত্যা আগে চেয়ে অনেক বেড়ে গেছে। এর আগে হত্যার মতো ঘটনা কম ছিল।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি ভারত গিয়েছিলাম। ওই সময় ভারতের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলাপ-আলোচনা করেছি। আমরা সব সময়ই বলে এসেছি সীমান্ত হত্যা যেন বন্ধ করা হয়।

তিনি বলেন, গত কয়েকদিন সীমান্ত হত্যা বেড়েছে। আমরা চেষ্টা করছি, যাতে সীমান্তে হত্যা কমিয়ে আনা যায়। এজন্য দু’দেশের যা যা করণীয় তা আমরা করব।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে : ফখরুল
পরবর্তি সংবাদথাইল্যান্ডে এক সেনা কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত