ড. কামালের বক্তব্য তার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ‘সরকারকে টেনে রাস্তায় নামানোর’ যে বক্তব্য ড. কামাল গতকাল বিএনপির সমাবেশ দিয়েছেন তার ব্যক্তিত্বের সঙ্গে এ বক্তব্য সাংঘর্ষিক। এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, তার নিজের দলের মধ্যে যে অনৈক্য, আমি ড. কামাল হোসেনকে সবিনয়ে অনুরোধ জানাব, তার দলের ঐক্য রক্ষার জন্য আরও বেশী মনোযোগী হতে।

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের প্রতি বারংবার আহ্বান জানানোর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে মন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য অর্থহীন, এটা বিচার বিভাগের এখতিয়ারভুক্ত।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার কোনো ক্ষমতা সরকারের নেই। সরকারকে যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হয় তবে প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। কিন্তু সেটাতো সংবিধান সমর্থন করে না।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে ভালোবাসা দিবস নিষিদ্ধ, ‘বোন দিবস’ ঘোষণা
পরবর্তি সংবাদসব রাজাকার আর জঙ্গি মানুষরূপী দানব শয়তান: ইনু