দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ইসলাম টাইমস ডেস্ক: আবারও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এল ঢাকা। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৮, যার অর্থ হচ্ছে এই শহরের বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’।

একই সময়ে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৫৭ ও ২৫৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছিল। তবে বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার বাতাসের অবস্থা কিছুটা উন্নতি হয়ে স্কোর নেমে আসে ২২২-তে।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং জরুরি সতর্কতা অবস্থা জারি করা হয়।

পূর্ববর্তি সংবাদনাশকতার দুই মামলায় জামিন পেলেন ফখরুলসহ ৩৫ বিএনপি নেতা
পরবর্তি সংবাদকরোনার অজুহাতে চট্টগ্রামে বেড়েছে রসুন, দারচিনির দাম