‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’: জর্ডানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’র প্রতিবাদে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় তারা মার্কিনবিরোধী নানা স্লোগান দেন।

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন।

মার্কিন দূতাবাসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’র প্রতিবাদ করেন। সাধারণ জনগণের পাশাপাশি জর্ডানের কয়েকজন সংসদ সদস্যও যোগ দেন এই মিছিলে। রাজধানী আম্মান ছাড়াও আল-জার্ক এবং আজলুন প্রদেশেও বিক্ষোভ হয়েছে।

গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ।

পূর্ববর্তি সংবাদচাঁদার জন্যে স্কুল শিক্ষকের বসতবাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পরবর্তি সংবাদপাকিস্তানে ভালোবাসা দিবস নিষিদ্ধ, ‘বোন দিবস’ ঘোষণা