করোনা ভাইরাস: সিঙ্গাপুরে অপ্রয়োজনীয় সফর বাতিলের আহ্বান কাতার, কুয়েতের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে অপ্রয়োজনীয় সিঙ্গাপুর সফর এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে মধ্যপ্রচ্যের দেশ কাতার ও কুয়েত। শনিবার কুয়েত সতর্কতা দেয়ার পর রোববার কাতার দূতাবাস এই সতর্কতা দিয়েছে।

এই দুটি দেশের নাগরিকদেরই প্রয়োজনীয় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে। পরামর্শ দেয়া হয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে। কুয়েত তার নাগরিকদের সিঙ্গাপুর সফরে না যেতে আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে সিঙ্গাপুরের অনলাইন স্ট্রেইটস টাইমস।

খবরে বলা হয়, সিঙ্গাপুরে এখন দ্রুত গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এখানে আক্রান্ত ৪৩ জনের মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছেন স্থানীয়ভাবে।

তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনের বাইরে এখন সিঙ্গাপুরে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগি। এর বাইরে রয়েছে জাপানে নোঙর করা একটি জাহাজ।

পূর্ববর্তি সংবাদবিয়াল্লিশ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে চায় সৌদি, বিপাকে বাংলাদেশ
পরবর্তি সংবাদপাঠ্য বই থেকে হিন্দু লেখকদের লেখা তুলে দেওয়া হচ্ছে, সংসদে মেননের অভিযোগ