দৈনিক ১ কোটি ৬৫ লাখ চাঁদা আদায়ের অভিযোগ এনায়েতউল্লাহর বিরুদ্ধে!

ইসলাম টাইমস ডেস্ক: সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব খন্দকার এনা‌য়েতউল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের। এ বিষয়ে তদন্তে নেমেছে দুদক। একইসঙ্গে তার প‌রিবা‌রের ব্য‌ক্তিগত যানবাহ‌নের ‌তথ্য চে‌য়েও বিআর‌টিএতে চি‌ঠি দি‌য়ে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, ঢাকা সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব খন্দকার এনা‌য়েতউল্লাহর বিরু‌দ্ধে রাজধানীর আশপা‌শে বি‌ভিন্ন রু‌টে চলাচলকা‌রী ১৫ হাজার বা‌স থে‌কে দৈনিক ১ কো‌টি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ না‌মে বেনা‌মে শত শত কো‌টি টাকা অবৈধ সম্পদ অর্জ‌নের অভি‌যোগ অনুসন্ধান কর‌ছে দুদক।

দুদকের উপপরিচালক নুরুল হুদা বিষয়টি অনুসন্ধান করছেন বলে জানিয়েছে দুদক সূত্র। তদন্তের অংশ হিসেবে এনায়েত উল্লাহ ও তার প‌রিবা‌রের ব্য‌ক্তিগত যানবাহ‌নের ‌তথ্য চে‌য়ে বিআর‌টিএ তে চি‌ঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

পূর্ববর্তি সংবাদআল্লাহর ওয়াস্তে ফিরে আসুন
পরবর্তি সংবাদভারতের নাগরিকত্ব পেলে বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী