মুম্বাইয়ে নাগরিকত্ব আইন ইস্যুতে অস্ত্র হাতে নেয়ার ঘোষণা রাজ ঠাকরের

ইসলাম টাইমস ডেস্ক : ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে দেশের বাণিজ্যিক নগরী রাজধানী মুম্বাইতে রবিবার এক মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। তাতে ওই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র পক্ষ থেকে নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে অস্ত্র হাতে নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

রাজ ঠাকরে তার ভাষণে বলেন, “ভারত কোনও ধর্মশালা নয়, যে যেখান থেকে খুশি এসে যে কেউ এখানে বসে যাবে।”

“শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের মতোই অবৈধ অনুপ্রবেশ রোধ করাও দেশের জন্য একটি মৌলিক ইস্যু – আর সেই জন্যই আমরা বাংলাদেশি ও পাকিস্তানিদের হঠানোর ডাক দিচ্ছি।”

“ব্রিটেন-আমেরিকা-অস্ট্রেলিয়াও তো অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালায়, আর ভারত করলেই সমস্যা? আমি পরিষ্কার বলতে চাই, এই ইস্যুতে আমরাও অস্ত্র হাতে নিতে রাজি।”

নাসিকের বাবাজি আমটে বলছেন, “পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা এই সব অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে গোটা দেশটাকে ‘আন্ডারগ্রাউন্ডে’ – মানে তলায় তলায় কব্জা করে ফেলেছে।”

“এরা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি – আর এদের এখনই আরব সাগরে ছুঁড়ে ফেলে নিজের দেশে চলে যেতে বলা দরকার।”

কথিত বাংলাদেশিদের তাড়ানোর ইস্যু এক সময় দিল্লিতে বিজেপির বড় রাজনৈতিক হাতিয়ার ছিল।

যদিও দিল্লির সাম্প্রতিক নির্বাচনে অবশ্য সেটা তেমন কোনও ইস্যু হয়নি।

কিন্তু ইদানীং দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে বা পশ্চিম ভারতের মুম্বাইতে সেটাকে বড় ইস্যু করে তোলার চেষ্টা হচ্ছে।

বিবিসি

 

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : গতকালই মারা গেছে প্রায় ১০০, মৃতের সংখ্যা৯০০ ছাড়িয়ে
পরবর্তি সংবাদনওগাঁয় নিজ ঘরেই পাওয়া গেল মাছ ব্যবসায়ীর লাশ