খালিশপুরে মাহফিল: অনাচার ও দুর্দশা থেকে বাঁচতে কুরআন-সুন্নাহর পথ অনুসরণ করতে হবে

ইসলাম টাইমস রিপোর্ট: খুলনা খালিশপুর বায়তুল কেরাম তাহফিজুল কুরআন মাদরাসার ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আলোচকরা বলেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন ও সুন্নত অনুসরণ করা। সমাজে যেসব অনাচার ছড়িয়ে পড়ছে তা থেকে বাঁচতে হলে কোরআন ও সুন্নাহর পথ অনুসরণ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওমর ফারুকের আহবানে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা কারামত আলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মাওলানা ডঃ আফম খালিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা ক্বারী ইসমাইল ইব্রাহিম। এতে আরো আলোচনা করেন মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা আনোয়ারুল আযম, মাওলানা শফিকুল আলম, মাওলানা কবির হোসাইন প্রমুখ।

মাহফিলে আলোচকরা আরও বলেন, অপপ্রচার করে ইসলামের গতিরোধ করা যায় না। নবীজির যুগেও অপপ্রচারের চেষ্টা করেছে কাফের শক্তি। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে কুখ্যাত কাফেরদের বহু সন্তানই ইসলাম গ্রহণ করে নবীজির সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন।

মাহফিলে এবছর বাইতুল কেরাম তাহফিযুল কুরান মাদরাসায়ে হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদরাজনীতিতে কেউ কারো বন্ধু নয় : জিএম কাদের
পরবর্তি সংবাদঅর্থ উপার্জনে নানা অনিয়মের অভিযোগে এমপি রতনকে তলব করেছে দুদক