পাকিস্তানে হাফিজ সাঈদকে দুই মামলায় ১১ বছরের জেল

FILE PHOTO: Hafiz Muhammad Saeed, chief of the banned Islamic charity Jamat-ud-Dawa, looks over the crowed as they end a "Kashmir Caravan" from Lahore with a protest in Islamabad, Pakistan July 20, 2016. REUTERS/Caren Firouz/File Photo

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তান লাহোরের সন্ত্রাস দমন আদালত আজ বুধবার অধুনালুপ্ত সংগঠন জামায়াতুদ্দাওয়ার নেতা হাফিজ সাঈদকে ১১ বছর কারাবাসের রায় দিয়েছে। জানা গেছে, সন্ত্রাসীদের অর্থ সহযোগিতার অভিযোগ এনে এ রায় দেওয়া হয়েছে। খবর ডন নিউজের।

লাহোরের ওই আদালত দুটি মামলার সম্মিলিত শাস্তি হিসাবে হাফেজ সাঈদকে ১১ বছর কারাবন্দিত্বের সিদ্ধান্ত দিয়েছে। এর পাশাপাশি ত্রিশ হাজার রুপিয়া অর্থ জরিমানাও করা হয়েছে তাকে।

সন্ত্রাস দমন অ্যাক্ট দফা ১১ এফ (২) এবং ১১ (এন) – এর আওতায় এ রায় দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়। দুটি মামলায় সাড়ে পাঁচ বছর করে মোট ১১ বছরের কারাবাস এবং ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদঅর্থমন্ত্রী এবার বললেন, আমাদের টাকার কোনো অভাব নেই
পরবর্তি সংবাদখালেদা জিয়ার জীবন রক্ষাটাই এখন মুখ্য বিষয়, প্যারোল সম্পর্কে জানি না: মির্জা ফখরুল